ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

সম্পূর্ণ টেক্সট নির্বাচন করানোর কোড; এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট


বিভিন্ন কারণে এই কৌশলটির প্রয়োজন হতে পারে। যেমন আপনি আপনার দর্শকদের কাছে কোন একটি পোস্টে কোন কৌশল বলতে গিয়ে কোড দেখানোর প্রয়োজন হলো। যাতে দর্শক সহজে কোডটি কপি করতে পারেন সেজন্যে এই কৌশল খাটানো। যাতে এর উপর ক্লিক করলেই সম্পূর্ণ লেখা নির্বাচিত বা হাইলাইটেড হয়ে যাবে। এবার সাইট-দর্শক সহজেই রাইট-ক্লিক করে টেক্সটকে নকল করতে পারেন।
এজন্যে এইচটিএমএল মোডে গিয়ে যেখানে এমনটি করতে হবে সেখানে নিচের কোড বসাতে হবে। বক্সের ভিতরে যা লিখবেন। এর স্থলে নির্বাচিতব্য লেখা দেখাতে হবে। rows="5" এর স্থলে যেকোন সংখ্যা বসিয়ে সারি সংখ্যা বদলানো যাবে। আর বক্সের প্রস্থও বাড়াতে পারেন width: 420px বাড়িয়ে বা কমিয়ে। 
োডটি কপি করতে বক্সে ক্লিক করুন। ব্যাস!!!!!!

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন