কুরআনের চির-আধুনিক আইন কানুনের পাশাপাশি ভাষার সাহিত্যিক মান ও আধুনিক বিজ্ঞান আলোচনার সাথে সাথে এতে রয়েছে গণিতের বিস্ময়কর সামন্জস্য।
যেমন কুরআনে ইনসান বা মানুষ কথাটি এসেছে ৬৫ বার।
সুরা হাজ্জ (২২:৫) এবং সুরা মুমিনূন (২৩:১২-১৪) থেকে জানা যায় মানুষ সৃষ্টির ক্রমিক ধাপগুলো হলো
১. মাটি (তুরাব تُرَابٍ)
২. নুতফা ( نُّطْفَةٍ=জীবনকণা)
৩. আলাকা ( عَلَقَةٍ=জোঁকের মত বস্তু, যা লেগে থাকে, যা ঝুলে থাকে)
৪. মুদগাহ ( مُّضْغَةٍ =মাংসপিন্ড)
৫. এযাম ( عِظَـٰمًا=হাড়) এবং
৬. লাহম (لَحْمًا =গোশত)
কুরআনের বভিন্ন স্থানে এ শব্দগুলো উলেখ করা হয়েছে যথাক্রমে ১৭, ১২, ৬, ৩, ১৫ এবং ১২ বার।
এগুলো যোগ করে আমরা পাই ৬৫ যা ইনসান বা মানুষ শব্দের উল্লেখের সমান।
যেমন কুরআনে ইনসান বা মানুষ কথাটি এসেছে ৬৫ বার।
সুরা হাজ্জ (২২:৫) এবং সুরা মুমিনূন (২৩:১২-১৪) থেকে জানা যায় মানুষ সৃষ্টির ক্রমিক ধাপগুলো হলো
১. মাটি (তুরাব تُرَابٍ)
২. নুতফা ( نُّطْفَةٍ=জীবনকণা)
৩. আলাকা ( عَلَقَةٍ=জোঁকের মত বস্তু, যা লেগে থাকে, যা ঝুলে থাকে)
৪. মুদগাহ ( مُّضْغَةٍ =মাংসপিন্ড)
৫. এযাম ( عِظَـٰمًا=হাড়) এবং
৬. লাহম (لَحْمًا =গোশত)
কুরআনের বভিন্ন স্থানে এ শব্দগুলো উলেখ করা হয়েছে যথাক্রমে ১৭, ১২, ৬, ৩, ১৫ এবং ১২ বার।
এগুলো যোগ করে আমরা পাই ৬৫ যা ইনসান বা মানুষ শব্দের উল্লেখের সমান।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন