ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

ফটোশপে ছবির আকার পরিবর্তন (রিসাইজ) সহজেই!!!

ছবি গ্যালারি বা স্লাইডশোসহ হাজারো প্রয়োজনে আমাদেরকে ছবিকে রিসা্‌ইজ করতে হয়। অনেকসময় অনেকগুলো ছবিকে একই আকৃতি দিতে হয়। একাজটি খুবই সহজ। আসুন দেখি কীভাবে ফটোশপে ছবির আকার পরিবর্তন (রিসাইজ) করা যায়।
ধরুণ নিচের ছবিটি রিসাইজ করবো। তাহলে যা করতে হবে-

১. ফটোশপ খুলুন
২. ফাইল ব্রাউজারে ক্লিক করুন।

৩. ফোল্ডারে গিয়ে ছবিটি আনুন। ছবিটি চলে এল। যেমন একেবারে উপরের ছবিটি

৪. বামপাশের আ্কনগুলোর মধ্যে image লেখায় ক্লিক করে image size এ ক্লি করুন। এবারে পছন্দমতো সাইজ বসিয়ে দিন। height ও width। ok তে ক্লিক করুন।

৫. এবার ফাইলে গিয়ে save as  এ ক্লিক করুন বা Cntrl+Shift+S চাপুন। সরাসরি সেভ করলে মূল ছবিটি হারিয়ে যেতে পারে।
ব্যাস!!!!!!

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন