ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

Truth on Top ব্লগে নিবন্ধনের শর্ত

আপনি সাইন আপ করার মাধ্যমে এ ব্লগে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে।
তবে আগেই জেনে রাখুন এখানে নিবন্ধন সবার জন্যে উন্মুক্ত নয়।এ ব্লগ তথাকথিত ‘সকল মতের মিলন মেলা’ নয়। এ ব্লগ হবে ‘সত্য ও সুন্দরের মিলনমেলা’। এ ব্লগে  লিখতে পারবেন যারা হয়-
১.  ইসলামকে ভালোবাসেন, একে একটি জীবনব্যাস্থা হিসেবে জীবনের সর্বস্তরে মেনে চলার পক্ষে।
অথবা
২. সরাসরি ইসলাম বিষয়ক না হলেও যেকোন তথ্যবহুল পোস্ট (বিজ্ঞান বিষয়ক, সাহিত্য, ইতিহাস ইত্যাদি) দিতে আগ্রহী।
এছাড়াও আপনি এ ব্লগের লক্ষ্য ও উদ্দেশ্য পড়ে আসুন। কারণ নিবন্ধনের আগে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় কি করছেন।
এবার আসি নিবন্ধনের পরে আপনার লেখার বিষয়ে-
যে ধরণের লেখা গ্রহণযোগ্যঃ
১. গঠনমূলক
২. তথ্যবহুল
৩. ধর্মীয় আলোচনা (তবে উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া বিতর্কিত লেখা নয়)
৪. গবেষণামূলক
৫. বিজ্ঞান বিষয়ক
৬. শিক্ষামূলক
৭. ইতিহাস, সাহিত্য ইত্যাদি
৮. গঠনমূলক ছবিব্লগ (যেখানে অশ্লীলতার ছিটেফোটাও থাকবেনা)

যে ধরণের লেখা গ্রহণযোগ্য নয়ঃ

১. অনৈতিকা বা অশ্লীলতা উদ্দীপক লেখা
২. সরাসরি রাজনৈতিক লেখা (কারণ..)
৩. কোন কোডিং ব্যাবহার করে ব্লগ স্টাইল বদলানোর প্রচেষ্টা চালানো বা পুননির্দেশ (রিডাইরেক্ট) করার চেষ্টা করা। এমন করতে দেখা গেলে সংশ্লিষ্ট ব্লগারকে বাতিল করা হবে।
৪. অহেতুক পোস্ট যেটা সত্য ও সুন্দরের প্রচারে কোন ভূমিকা রাখবেনা।
৫. ইসলামকে কোন না কোনভাবে কটাক্ষ করে -এমন পোস্ট
৬. অনৈসলামকি কোন মতবাদ বা ধারণাকে সমর্থন করে -এমন পোস্ট
৭. উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া কোন ব্যক্তি বা মহলের বিরুদ্ধে লেখা
পোস্টিং এর ব্যাপারে আরো বিস্তারিত জানানো হবে। নিয়ম-কানুন ও বলা হবে।

প্রয়োজনে মেইল করুন tot.editor@gmail.com


0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন