ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

Truth on Top ব্লগে নিবন্ধন ও লেখা জমা দেবার নিয়মাবলী

 নিবন্ধনঃ
আপনি ব্লগটির লক্ষ্য উদ্দেশ্যনিবন্ধনের শর্তাবলীর সাথে একমত হতে পারলে নিচে নিবন্ধনের নিয়মাবলী পড়ুন।
তাছাড়া আপনি চাইলে নিবন্ধন না করেও লেখা জমা দিতে পারেন। সেক্ষেত্রেও লেখার ক্রেডিট আপনারই থাকবে।
নিবন্ধন প্রক্রিয়া যেভাবে হবে-
১. আপনার একটি গুগল একাউন্ট থাকতে হবে। না থাকলে করে নিন।
২. নিবন্ধন পৃষ্ঠায় যান
৩. অন্যান্য তথ্য দেবার পর- আপনার ইতোমধ্যে ব্লগার  বা গুগল প্লাস একাউন্ট থাকলে নির্দিষ্ট ঘরে প্রোফাইল নামটি ঠিকমত [বানান ভুল না করেই] দিন।
যদি একাউন্ট না থাকে চিন্তা নেই। গুগল একাউন্ট খুললেই পরবর্তী ধাপ সহজ।
৪. আপনার প্রোফাইল ছবি আপলোড করুন।
৫. নিচে আরো তথ্য দিন।

আপনার প্রস্তাব পাবার পর যথাশীঘ্রই আপনাকে লেখক বানিয়ে নেওয়া হবে। প্রাপ্ত মেইল নিশ্চিত করুন।
আপনার আগেই ব্লগার একাউন্ট থেকে থাকলে আর কোন কাজ নেই। পোস্টিং শুরু করতে পারেন।
অন্যখায়
ইমেইল  নিশ্চিত করার পর ব্লগার অথবা প্লাসে যুক্ত হোন। প্রোফাইল নাম দিন। প্রোফাইল নামটি মেইল করুন।
tot.editor@gmail.com
কোনমতেই প্রোফাইল নাম না দিয়ে পোস্ট দেওয়া শুরু করবেননা। এতে আপনার নিজস্ব পৃষ্ঠা, বিস্তারিত তথ্য যেমন দেখা যাবেনা তেমনি আপনাকে বাতিলও করা হতে পারে।
ধন্যবাদ।
লেখা জমাঃ
উপায়-১: লেখা মেইল করা tot.editor@gmail.com. সাথে আপনার সম্পর্কে তথ্য
উপায়-২: লিঙ্ক শেয়ার করুন

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন