ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

Truth on Top ব্লগের লক্ষ্য ও উদ্দেশ্য

আমি একজন মুসলিম। তবে তার কারণ শুধু এ নয় যে আমি মুসলিম হয়ে জন্মেছি। আমি বুঝে শুনেই মুসলিম। ইসলামই মানব জীবনের শ্বাশত ও সুন্দর জীবন ব্যাবস্থা। একে আমি মনে প্রাণে ভালোবাসি। তাই নেটে লেখার সুযোগ পেতেই ব্লগ খুলে অন্যান্য লেখার পাশাপাশি ইসলামের পক্ষেও লিখতে থাকলাম। শুরুতে আমার চেষ্টা ছিল নিজেই যতটুকু পারা যায় ইসলামের আত্মপক্ষ সমর্থন, সৌন্দর্য্য তুলে ধরা ও এর বিরুদ্ধে করা অমূলক অভিযোগগুলোর জবাব তুলে ধরা। কিন্তু একেতো নিজের অযোগ্যতা, তাছাড়া মানবীয় গুণাবলী হিসেবে স্বয়ংসম্পূর্ণ না হওয়া -মূলত এ দুকারণেই এখন ব্লগটিকে ব্যাক্তিগত ব্লগ থেকে উন্মুক্ত ব্লগে পরিণত করার ইচ্ছে।
[এখনো নিজস্ব ডোমেইনে ব্লগটি যায়নি। ইনশা’আল্লা শীঘ্রই এটি তার নিজস্ব ডোমেইনে চালিত হবে।]
এখন এ ব্লগের মাধ্যমে যা করার ইচ্ছে--
১. ইসলামের স্যেন্দর্য্য ফুটিয়ে তোলা ও মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী জীবনব্যাবস্থার সুন্দর প্রভাব তুলে ধরা
২. ইসলামের বিরুদ্ধে অভিযোগ ও অপপ্রচারের জবাব তুলে ধরা। (যেমন সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, বোরকা ইত্যাদি)
৩. ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরা। (যেমন বিভিন্ন সুন্নতের পুনরুজ্জীবন)
৪. ইসলামী মাসয়ালা মাসায়েল আলোচনা
৫. কুরআন ও হাদিসের দারস

এছাড়াও পাশাপাশি জ্ঞানের অন্যান্য রাজ্যেও বিচরণ করার দারুণ ইচ্ছা।  যেমন
১. বিজ্ঞান বিষয়ক লেখা
২. যেকোন তথ্যবহুল লেখা
৩. ব্যাবহারিক জীবনে কাজে লাগে এমন টিপস
৪. সাহিত্য, ইতিহাস বিষয়ক লেখা। (অবশ্যই নৈতিকতার চৌহদ্দির মধ্যে অবস্থান করেই)
আশা করি সত্য ও সুন্দরকে ভালোবাসবেন।
এখন থেকে এখানে দুই শ্রেণীর লেখক থাকবেন। দাতা-যারা নিজেরা পোস্ট করার সময় পাবেননা। বিভিন্ন মাধ্যমে পোস্ট শেয়ার করবেন। সম্পাদক উনার হয়ে পোস্ট করে দিবেন। উনার বিস্তারিত উল্লেখ থাকবে। এছাড়া যারা সরাসরি লিখবেন।

1 টি মন্তব্য:

  1. Casinos Near Me - Find Casino Near Me in Jammywood
    › gaming › 구리 출장안마 casinogames 인천광역 출장마사지 › gaming › casinogames Get the 광주광역 출장안마 best deals on Casinos Near Me and see nearby casinos with 이천 출장샵 the 울산광역 출장마사지 largest slot Find the closest casino and slot games to you.

    উত্তরমুছুন