ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

আপনি সাইন আপ করার মাধ্যমে এ ব্লগে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে।
যে ধরণের লেখা গ্রহণযোগ্যঃ
১. গঠনমূলক
২. তথ্যবহুল
৩. ধর্মীয় আলোচনা (তবে উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া বিতর্কিত লেখা নয়)
৪. গবেষণামূলক
৫. বিজ্ঞান বিষয়ক
৬. শিক্ষামূলক

যে ধরণের লেখা গ্রহণযোগ্য নয়ঃ

১. অনৈতিকা বা অশ্লীলতা উদ্দীপক লেখা
২. সরাসরি রাজনৈতিক লেখা (কারণ..)
৩. কোন কোডিং ব্যাবহার করে ব্লগ স্টাইল বদলানোর প্রচেষ্টা চালানো বা পুননির্দেশ (রিডাইরেক্ট) করার চেষ্টা করা। এমন করতে দেখা গেলে সংশ্লিষ্ট ব্লগারকে বাতিল করা হবে।
৪. অহেতুক পোস্ট যেটা সত্য ও সুন্দরের প্রচারে কোন ভূমিকা রাখবেনা।

পোস্টিং এর ব্যাপারে আরো বিস্তারিত জানানো হবে। নিয়ম-কানুন ও বলা হবে।

প্রয়োজনে মেইল করুন tot.editor@gmail.com