ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

শুধু সার্চ নয় আরো বহু চমৎকার কাজ করা যায় গুগল সার্চ ইন্জিন দিয়ে

সবচেয়ে ভালো সার্চ ইন্জন গুগল। পাশাপাশি এই সার্চ ইন্জিন দিয়ে সহজেই আপনি জানতে পারেন দরকারী বিভিন্ন তথ্য। যেমন আপনার শহরের সময়, আবহাওয়া, খেলার খবর, সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়। করতে পারেন হিসাব নিকাশ, একক রূপান্তর, কোন শব্দের সংজ্ঞা খোঁজা ইত্যাদি। আপনি হয়তো মনে করছেন এগুলো লিখে সার্চ দিলেই তো পেয়ে যাচ্ছি আবার এ টিপসের কি দরকার। দরকার আছে কারণ আপনি সার্চ রেজাল্টের পরে কোন লিঙ্কে ক্লিক করার আগেই রেজাল্ট পৃষ্ঠার উপরেই এগুলি দেখতে পারবেন। চলুন জেনে নিই কিভাবে। 
১. আপনার শহরের সময় 
time Dhaka লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টের শুরুতেই ঢাকার সময় দেখা যাবে। যে শহরের বর্তমান সময় দেখতে চান time লিখে স্পেস দিয়ে শহরের নাম লিখে সার্চ করুন। একটা কথা মনে রাখতে হবে নিশ্চয়ই জানেন অনেক সময় সার্চ রেজাল্টে অ্যাড থাকে। সেক্ষেত্রে বিজ্ঞাপনের নিচে কাঙ্খিত তথ্য পাবেন।
২. সূর্যোদয় ও সূর্যাস্ত 
sunrise বা sunset লিখে স্পেস দিয়ে শহরের নাম লিখে সার্চ দিন। [উদাহরণ
৩. হিসাব 
যেমন ধরুণ জানতে চান 5*9+(sqrt 10)^3= কত 
টাইপ করে সার্চ করুন, চলে আসবে। [উদাহরণ
৪. একক রূপান্তর 
উচ্চতা, ওজন, আয়তন ইত্যাদি অনেক রূপান্তর এতে সম্ভব 
যেমন যদি জানতে চান ১০ মাইলে কত ইঞ্চি তাহলে লিখবেন 10.5 miles in inches
[উদাহরণ
সবসময় এই বিন্যাস করে লিখবেন। অর্থ্যাৎ এখানে ইঞ্চিতে ১০ মাইল=কত। 

৫. কোন শব্দের সংজ্ঞা 
যেমন জানতে চান stick এর সংজ্ঞা কী? লিখুন Define stick। [উদাহরণ

৬. ফ্লাইট শিডিউল জানতে চান? 
যদি জানতে চান ঢাকা থেকে চট্টগ্রামের শিডিউল কখন তাহলে লিখুন flights from dhaka to chittagong । [উদাহরণ
নিশ্চয়ই বুঝতে পারছেন শুধু শহরের নাম পরিবর্তন করে অসংখ্য ফ্লাইট শিডিউল জানা যাবে 

৭. একক্লিকেই ম্যাপ দেখতে চান। 
আপনি হয়তো জানেন সহজেই ম্যাপ দেখা যায়। তবে এ টিপস দিয়ে আরো কম সময়ে ম্যাপ আনতে পারেন। লিখুন যেমন Dhaka map । এতে রেজাল্টের শুরুতেই ম্যাপ চলে আসবে। [উদাহরণ

একটা কথা মনে রাখতে হবে নিশ্চয়ই জানেন অনেক সময় সার্চ রেজাল্টে অ্যাড থাকে। সেক্ষেত্রে বিজ্ঞাপনের নিচে কাঙ্খিত তথ্য পাবেন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন