ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

লেবেল তালিকায় সম্পূর্ণ পোস্টের বদলে শুধু শিরোনাম দেখাবেন যেভাবে


সাধারণত একটি Label (যাকে বাংলায় আমরা সাধারণত বিভাগ বলে নাম দিই) এ ক্লিক করলে ঐ Label এ অর্ন্তভূক্ত সবগুলো পোস্ট চলে আসে বিস্তারিত। ফলে পোস্টের সংখ্যা যদি অনেক বেশি হয় তখন এতগুলো পোস্ট একই পৃষ্ঠায় জায়গা দিতে গিয়ে পৃষ্ঠা হয়ে যায় অনেক বড়। তদুপরি পৃষ্ঠা লোডিং হতেও অনেক সময় যায়। 
আপনি চাইলে এখন ব্লগারে (Blogger) এ নিয়ম পাল্টাতে পারেন এবং সেটিংস এমন করতে পারবেন যাতে নির্দিষ্ট Label এ ক্লিক করলে শুধু ঐ লেবেলাধীন পোস্টগুলোর শিরোনাম দেখাবে, পুরো পোস্ট নয়।
আসুন সহজ নিয়মটি জেনে নিই-
১. Blogger -এ লগইন করে লেআউটে যান।
২. টেমপ্লেটে যান
৩. ক্লি করুন Edit HTML বা বাংলায় HTML সম্পাদনা
৪. Mark Expand Widgets বা উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন চেকবক্সটিতে ক্লিক দিন।
৫. Ctrl+F চাপুন। উপরে ডানপাশে সার্চ করার জায়গা আসবে।
৬. <b:include data='post' name='post'/>  কোডটি লিখে সার্চ করুন।
৭. এই কোডকে নিচের কোড দ্বারা প্রতিস্হাপন করে দিন।
<b:if cond='data:blog.homepageUrl
!= data:blog.url'>

<b:if cond='data:blog.pageType != "item"'>

<h3 class='post-title'><a expr:href='data:post.url'><data:post.title/></a></h3>

<b:else/>

<b:include data='post' name='post'/>

</b:if>

<b:else/>

<b:include data='post' name='post'/>

</b:if>

৮. এবার সংরক্ষণ বা Preview বা পূর্বরূপ দেখতে পারেন। 
যদি ভুল করে ফেলেন তাহলে উইজিট টেমপ্লেটগুলি ডিফল্টে নিয়ে যান  লেখায় ক্লি করুন। অতঃপর পুনরায় করুন।
যেমন এই ব্লগের টিপস নামক বিভাগ

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন