১.Lord Howe Island, Australia
২.Namaqualand, South Africa
দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সীমান্ত এলাকাজুড়ে এর অবস্থান। বছরের বেশিরভাগ সময়েরই এটি শুষ্ক ও অনুর্বর দেখায়। কিন্তু বসন্তে এটি ভরা যৌবন নিয়ে আসে যখন এতে ফোটে শতশত ডেইজি ফুল যা একে করে তোলে অনিন্দ্যসুন্দর যা মনে করিয়ে দেয় আল্লাহর সেই প্রাকৃতিক নিদর্শনের উল্লেখের কথা কুরআনে তিনি যেমনটি বলছেন
“আল্লাহই বায়ু প্রেরণ করেন, অতঃপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে। অতঃপর আমি তা মৃত ভূ-খন্ডের দিকে পরিচালিত করি, অতঃপর তদ্বারা সে ভূ-খন্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। এমনিভাবে হবে পুনরুত্থান।” সুরা ফাতির (৩৫:৯)
৩.Plitvice Lakes National Park, Croatia
দক্ষিণ-পূর্ব ইউরোপের সর্বপ্রাচীন ও ক্রোয়েশিয়ার সর্ববৃহৎ ন্যাশনাল পার্ক। এটা এখন বিশ্বঐতিহ্য স্থানগুলোর (World Heritage Site) একটি। তরঙ্গায়িত হয়ে সজ্জিত লেকগুলোর জন্যে এ পার্কটি বিখ্যাত। বর্তমানে ১৬ টি লেক এর পৃষ্ঠ থেকে দেখা যায়। ১৯৪৯ সালে এটি আবিষ্কৃত হয়। ছবিটি বড় করে দেখলে আরো সুন্দর মনে হবে।
৪.Gullfoss, Iceland
White River এ অবস্থিত গালফোস নামক জলপ্রপাতের সুন্দর জলপ্রপাত আইসল্যান্ডে দ্বিতীয়টি নেই যদিও দেশটি অনেক প্রপাতের জন্য বিখ্যাত। এটার আলাদা বৈশিষ্ট্য হলো তিনটি বিশাল স্তর অতিক্রম করে প্রপপাতগুলো দুইস্তরে নিমজ্জিত হয়ে ৩২ মিটার ফাটল তৈরি করে। এর ফলেই মনে হয় যেন জলপ্রপাতগুলো বিশাল গহ্বরের উপরে অবস্থিত, অবশ্য যেকোন গহবরতো দেখতে দর্শনীয় নয়!!য়।
৫. Antelope Canyon, Arizona
এটি অষ্ট্রেলিয়ার নরফোক আইল্যান্ড থেকে
৯০০ কি.মি. দূরত্বে অবস্থিত। এতে একসাথে ৪০০ জন মানুষের বেশি দর্শনে যাবার অনুমতি নেই।
এতে একইসাথে রয়েছে নিখুঁত সৈকত, নীল লেগুন, কোরাল রীফ, আগ্নেয় চূড়া ও রেইনফরেস্ট। এতে
রয়েছে কিছু এন্ডমিক (যাদের বসবাস নির্দিষ্ট কোন একটি মাত্র স্থানে) প্রাণীও
২.Namaqualand, South Africa
দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সীমান্ত এলাকাজুড়ে এর অবস্থান। বছরের বেশিরভাগ সময়েরই এটি শুষ্ক ও অনুর্বর দেখায়। কিন্তু বসন্তে এটি ভরা যৌবন নিয়ে আসে যখন এতে ফোটে শতশত ডেইজি ফুল যা একে করে তোলে অনিন্দ্যসুন্দর যা মনে করিয়ে দেয় আল্লাহর সেই প্রাকৃতিক নিদর্শনের উল্লেখের কথা কুরআনে তিনি যেমনটি বলছেন
“আল্লাহই বায়ু প্রেরণ করেন, অতঃপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে। অতঃপর আমি তা মৃত ভূ-খন্ডের দিকে পরিচালিত করি, অতঃপর তদ্বারা সে ভূ-খন্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। এমনিভাবে হবে পুনরুত্থান।” সুরা ফাতির (৩৫:৯)
৩.Plitvice Lakes National Park, Croatia
দক্ষিণ-পূর্ব ইউরোপের সর্বপ্রাচীন ও ক্রোয়েশিয়ার সর্ববৃহৎ ন্যাশনাল পার্ক। এটা এখন বিশ্বঐতিহ্য স্থানগুলোর (World Heritage Site) একটি। তরঙ্গায়িত হয়ে সজ্জিত লেকগুলোর জন্যে এ পার্কটি বিখ্যাত। বর্তমানে ১৬ টি লেক এর পৃষ্ঠ থেকে দেখা যায়। ১৯৪৯ সালে এটি আবিষ্কৃত হয়। ছবিটি বড় করে দেখলে আরো সুন্দর মনে হবে।
৪.Gullfoss, Iceland
White River এ অবস্থিত গালফোস নামক জলপ্রপাতের সুন্দর জলপ্রপাত আইসল্যান্ডে দ্বিতীয়টি নেই যদিও দেশটি অনেক প্রপাতের জন্য বিখ্যাত। এটার আলাদা বৈশিষ্ট্য হলো তিনটি বিশাল স্তর অতিক্রম করে প্রপপাতগুলো দুইস্তরে নিমজ্জিত হয়ে ৩২ মিটার ফাটল তৈরি করে। এর ফলেই মনে হয় যেন জলপ্রপাতগুলো বিশাল গহ্বরের উপরে অবস্থিত, অবশ্য যেকোন গহবরতো দেখতে দর্শনীয় নয়!!য়।
৫. Antelope Canyon, Arizona
আমেরিকার কোন গিরিখাতের কথা কেউ প্রসঙ্গে
তুললে যদিও সাথে সা্থে গ্রান্ড ক্যানিয়নের কথা মনে চলে আসে তবুও অ্যান্টিলোপ ক্যানিয়নও
গুরুত্ব পাবার দাবী রাখে। এটি দক্ষিণপূর্ব আমেরিকার সবচেয়ে দর্শনীয় ও স্ন্যাপকৃত (ছবি
তোলা হয়েছে) সরু গিরিখাত। হাজার হাজার বছর ধরে বেলেপাথর ক্ষয়ে গিয়ে সৃষ্ট নদী
ও জলপ্রবাহের ফলে এর সৃষ্টি। এর মধ্যে মাইলের পর মাইল হেঁটে যাওয়া নিঃসন্দেহে এক অদ্ভূত
অনুভূতির সৃষ্টি করবে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন