ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

ব্লগারে লেবেল বা বিভাগ তালিকা ড্রপডাউন মেনু বা তালিকায় দেখাবার কৌশল

লেবেল বা বিভিন্ন বিভাগকে ব্লগারে স্বয়ংক্রিভাবে ড্রপডাউন তালিকায় দেখানো যায়না। কিন্তু আসুন আমরা সেটাই সম্ভব করি। এতে আপনার ব্লগের প্রচুর জায়গা বেঁচে যাবে।
ধাপগুলোঃ
১. ব্লগারে লগইন করে টেমপ্লেটে গিয়ে ‘HTML সম্পাদনা’>এগিয়ে যান
২. টেমপ্লেট ব্যাকআপ করুন
৩.   Ctrl + F চেপে নিচের কোড খুঁজে বের করুন।
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'/>
(উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন-চেকবক্সে ক্লিক করবেননা যেন)
না পেলে title='Labels' এর Labels এর জায়গায় আপনি উইজিটটি যুক্ত করবার সময় যে শিরোনাম দিয়েছেন সেটা লিখে খুঁজুন, পাবেন। তবুও না পেলে title='Labels' ছাড়া বাকিটা খুঁজুন।
৪. ৩ নং পয়েন্টের পুরো কোডটি নিচের কোড দ্বারা প্রতিস্হাপন করুন।

<b:widget id='Label1' locked='false' 
title='Labels' type='Label'> 
<b:includable id='main'> 
<b:if cond='data:title'> 
<h2><data:title/></h2> 
</b:if> 
<div class='widget-content'> 
<select style='width:100%' 
onchange='location=this.options
[this.selectedIndex].value;'> 
<option>বিভাগ নির্বাচন করুন</option> 
<b:loop values='data:labels' var='label'> 
<option expr:value='data:label.url'>
<data:label.name/> 
(<data:label.count/>) 
</option> 
</b:loop> 
</select> 
<b:include name='quickedit'/> 
</div> 
</b:includable> 
</b:widget>
৫. পূর্বরূপ দেখুন ও  “টেমপ্লেট সংরক্ষণ করুন”
৬. লেবেল পিছু পোস্ট (ঐচ্ছিক)
 লেবেল পিছু পোস্ট সংখ্যা দেখাতে না চাইলে 
(<data:label.count/>) অংশ মুছে দিন।
৭. কাস্টোমাইজেশন (ঐচ্ছিক) 
 'width:100%' এর স্হলে পাল্টাতে বা px ও দিতে পারেন।
 বিভাগ নির্বাচন করুন
 এর স্হলে যেকোন লেখা দিতে পারেন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন