কাউকে মেইল পাঠালে প্রাপক সে মেইলটি খুলেছে কি-না, তা প্রেরক জানতে পারে না। বিভিন্ন অ্যাডঅনস বা টুলস দ্বারা মেইল ট্র্যাকিং করা যায়। এর মধ্যে রাইট ইনবক্স অন্যতম। ফ্রি এই সার্ভিসটি শুধু জিমেইলে এবং মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্রাউজারে সমর্থন করে।
www.rightinbox.com থেকে ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করতে হবে।
এর পরে জিমেইলের কম্পোজে গিয়ে দেখুন Send Now-এর পরে Send Later বাটন Ges Track চেক বক্স এসেছে।
এবার মেইল পাঠানোর আগে Track চেক বক্সটি চেক করে সেন্ড করতে হবে।
ব্যস, প্রাপক মেইল চেক করার সঙ্গে সঙ্গে support@rightinbox.com থেকে একটি Email Tracking মেইল আসবে। এতে কখন মেইল খুলেছে সেই সময় (টাইম জোনসহ), দেশের নাম, আইপি এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে।
সূত্র: আমারদেশ
www.rightinbox.com থেকে ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করতে হবে।
এর পরে জিমেইলের কম্পোজে গিয়ে দেখুন Send Now-এর পরে Send Later বাটন Ges Track চেক বক্স এসেছে।
এবার মেইল পাঠানোর আগে Track চেক বক্সটি চেক করে সেন্ড করতে হবে।
ব্যস, প্রাপক মেইল চেক করার সঙ্গে সঙ্গে support@rightinbox.com থেকে একটি Email Tracking মেইল আসবে। এতে কখন মেইল খুলেছে সেই সময় (টাইম জোনসহ), দেশের নাম, আইপি এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে।
সূত্র: আমারদেশ
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন