ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

রাষ্ট্রীয় হ্যাকার থেকে সাবধান!! বাংলাদেশেও হতে পারে।

জি-মেইল এবং গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক করল ইন্টারনেট জায়ান্ট গুগল। মার্কিন যুক্তরাষ্ট্রেরই কোনো একটি স্পাই এজেন্সির হ্যাকাররা গুগল ব্যবহারকারীদের ইন্টারনেট অ্যাকাউন্ট এবং পার্সোনাল কম্পিউটার হ্যাক করার চেষ্টা করছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার থেকে অনেক জি-মেইল ব্যবহারকারীর ইনবঙ্রে ওপর দেখা যাচ্ছে গুগলের সতর্কবাণী_ 'আমরা ধারণা করছি যে, রাষ্ট্র সমর্থিত গুপ্তচর সংস্থা আপনার অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করছে।' 

তবে এই হ্যাকাররা যে মার্কিন যুক্তরাষ্ট্রেরই কোনো একটি স্পাই এজেন্সির পক্ষে কাজ করছে তা কিভাবে নিশ্চিত হয়েছে, জানাতে একেবারেই নারাজ গুগল কর্তৃপক্ষ। গুগলের ভাইস প্রেসিডেন্ট অব সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এরিক গ্রস তার এক ব্লগ বার্তায় লেখেন, 'আমরা নিরাপত্তার খাতিরেই এ ব্যাপারটি নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না। তবে এ হ্যাকাররা যে রাষ্ট্র-সমর্থিত, আমাদের নিজস্ব তদন্ত সেটিই ইঙ্গিত করছে।' 

অন্যদিকে গবেষকরা বলছেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়া ভাইরাস ফ্লেইম এবং ২০১০ সালে ইরানের ওপর আক্রমণ করা স্টাঙ্নেট ভাইরাসের মতোই গুগলের ব্যবহারকারীদের ওপর বর্তমান আক্রমণের পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

আমি মনে করি হ্যাকিংয়ের কবলে পড়ে কোন উপাদান হারাবার চেয়ে আপনার তথ্য আগেই নিরাপদে স্টোর করে রাখুন। সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে মানুষ ব্লগে, নেটে লিখে চলেছে তাতে যেকোন সময় আমাদের দেশেও রাষ্ট্রীয় হ্যাকিং শুরু হতে পারে। 
সূত্র : ইন্টারনেট
আগের পোস্ট: কুরআনের গাণিতিক অলৌকিকতা

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন