ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

অন্য ব্লগের সাম্প্রতিক পোস্ট তালিকা প্রদর্শনের টিপস


আমি নিজেই এই চেষ্টা করতে করতে অবশেষে সমাধান পেলাম যা এখন শেয়ার করছি। ধরুণ আপনার দুটো ব্লগ আছে। আপনি কোন একটা ব্লগের (বা দুটোরই) সাইডবারে বা পোস্ট আকারে বা কোন পৃষ্ঠায় অন্য ব্লগটির সাম্প্রতিক পোস্টগুলি দেখাতে চান। তাহলে যা করতে হবে-
প্রথমেই শর্ত হলো গুগল ফিডবার্নারে আপনার একাউন্ট থাকতে হবে। একাউন্ট খুলে আপনার যে ব্লগের পোস্ট শেয়ার করবেন সেটি ফিডবার্নারে যুক্ত করুন।



এবার Publicize ট্যাবে ক্লিক করুন। 


এবার BuzzBoost এ ক্লিক করুন।


এবারে ইচ্ছেমতো কাস্টোমাইজ করে Activate এ ক্লি করে একটা কোড পাবেন। কোডটি এবার যেখানে ইচ্ছা-সাইডবার, পোস্ট বা পৃষ্ঠা পেস্ট করে দিন।
উদাহরণ দেখতে ক্লি করুন। লিঙ্কের ব্লগের সাইডবারেও দেখতে পাবেন।

এতে ফিডবার্নার তাদের অ্যাড উল্লেখ করে। সেটা এড়াতে চাইলে পড়ুন “কীভাবে সাম্প্রতিক পোস্ট তালিকায় ফিডবার্নার অ্যাড সরাতে হবে


0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন