ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

কম্পিউটারের গতি বাড়ান পর্ব-২

 আগের পর্ব দেখুন (ঐ পর্বে কম্পিউটারের গতি বাড়ানোর আরো অনেকগুলো টিপস আছে)
সাধারণত বিভিন্ন কারণেই কম্পিউটারের গতি কমে যেতে পারে। প্রতিদিন বেশ কিছু সহজ কাজ করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারেন। কম্পিউটারের গতি বাড়াতে 
Start-এ গিয়ে 
Run-এ যান। এখানে 
Recent লিখে Enter দিন।যা আসলে সেগুলো সব করে Delete করে দিন।একই ভাবে
%temp% লিখে যা আসবে তা Delete করে দিন।
সূত্র: প্রথমআলো

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন