ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

এইচটিএমএল (HTML) স্ক্রোলবক্স তৈরির কোড

স্ক্রোলবক্সের মধেই এটি বানানোর কোড দেখাচ্ছি।পুরো কোড দেখতে স্ক্রোল করে নিচে যান।পুরো কোড হাইলাইহট বা সিলেক্ট বা নির্বাচন করতে বক্সেরে ভেতরে ক্লিক করুন।
কাস্টোমাইজেশনঃ
১. height এর মান বদলে বক্সের উচ্চতা ঠিক করতে পারবেন।
২. width এর মান দিয়ে প্রস্থ নির্ধারণ করুন।
৩. border এর মান বাড়াতে/কমাতে পারেন
৪.  border এর রংও দিতে পারেন।
৫.  background-color পাল্টিয়ে পশ্চাৎপটের রং বদলাতে পারবেন।
৬. চাইলে অন্য যেকোন এইচটিএমএল কোডও ব্যাবহার করতে পারবেন। যেমন একটি ছবি দেবেন-
তাহলে বক্সের ভিতরে যা লিখবেন এর স্থলে <img src="url" alt="some_text"> কোড ব্যাবহার করুন। (এই্চটিএমএল মোডে)। অথবা সরাসরি ব্লগারে পোস্ট দেবার ক্ষেত্রে উপরের আইকন থেকে আপলোডও করা যেতে পারে।
৭. বিভিন্ন ধরণের বর্ডারঃ
solid (যেটা দেখানো হলো এখানে), dashed, dotted, groove , double, ridge, outset , inset
উপর, নিচ, বামও ডানের বর্ডার ইচ্ছেমতো সেট করা যায়। যেমন -
border-top:7px dashed #0ADA0A;border-right:7px dotted #000000;border-bottom:7px dashed #0ADA0A;border-left:8px solid #000000;

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন