ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

ব্লগারে/ব্লগস্পট ব্লগেই জাভাস্ক্রিপ্ট হোস্ট করার কৌশল/হ্যাক

ব্লগারে গ্যাজেট বা ওয়াইজেট যুক্ত করতে গিয়ে আমরা বিভিন্ন সময় জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করি যা ওয়াইজেডটি দেখাতে যুক্ত করতে হয়। কিন্তু অনেকসময় দেখা যায় কোডে অপ্রত্যাশিত বিজ্ঞাপন থাকে যা গ্যাজেটটিকে মলিন করে দেয়। এ সমস্যা এড়োনো সহ বিভিন্ন প্রয়োজনে আপনার জাভাস্ক্রিপ্ট হোস্টিং এর প্রয়োজন হতে পারে। একটু কৌশল খাটিয়ে আপনি ব্লগারেই জাভাস্ক্রিপ্ট হোস্ট করতে পারেন। আসুন দেখা যাক কীভাবে ব্লগারেই জাভাস্ক্রিপ্ট হোস্ট করা যাবে।
ওয়াইজেড যুক্ত করতে গিয়ে আপনি যখন এমন কোড পাবেন-

<script src='http://Your-Script-Url/file.js' type='text/javascript'/>
এর মানে হলো  http://Your-Script-Url/file.js লিঙ্কের কোড ব্যাবহৃত হয়েছে।  আপনি সেটা ব্লগারেই হোস্ট করতে প্রথমে উপরের কোডের স্থলে নিম্ন কোড যুক্ত করুন।
<script type='text/javascript'>
//<![CDATA[
এখানে লিঙ্কের কোড পেস্ট করুন
//]]>
</script>
এবার উক্ত লেঙ্কে গিয়ে সম্পুর্ণ কোডখানা কপি করে এখানে লিঙ্কের কোড পেস্ট করুন স্থলে লিঙ্কে প্রাপ্ত কোড পেস্ট করুন। ব্যাস!!!

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন