ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

html; লেখায় বিভিন্ন ধরণের কার্সর

এইচটিএমএল কার্সর
আমরা সাধারণত ওয়েবপৃষ্ঠায় বামদিকে একটু বাঁকানো তীর চিহ্ণকে কার্সর হিসেবে পাই। এ চিহ্নটি লেখার উপর পড়লে সোজা একটি চিহ্নের মত দেখায় । আর সাধারণত লিঙ্কের উপর ‘হাত’ এর মত দেখায়। আসুন আমরা দেখি কীভাবে এইচটিএমএল দিয়ে ওয়েবপেইজের কার্সর পরিবর্তন করতে হয়। নিচে কিছু উদাহরণ দেওয়া হল। প্রতিটি লাইনে মাউস রেখে দেখুন কেমন দেখায়।
স্বয়ংক্রিয়
ক্রস
স্বাভাবিক
আকার-পরিবর্তন
সাহায্য
স্থানান্তর
উপর-নিচ আকার-পরিবর্তন
আকার-পরিবর্তন
আকার-পরিবর্তন
পয়েন্টার (হাতের মত)
বিকাশ
টেক্সট
অপেক্ষা

এবার নিচে উপরের লেখার কোড দেখুন। ব্যাস, কাজে লাগান ইচ্ছেমতো কার্সর!!! বলাইবাহুল্য আপনি যেরকম কার্সর চান নিচের কোড থেকে সেই কোড ছাড়া অন্যসব কোড মুছে দিন। বাংলা বর্ণনার স্থলে আপনার কাঙ্খিত লেখা থাকবে।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন