ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

মজিলা ফায়ারফক্সের বুকমার্ক স্থায়ীভাবে সঞ্চয় করে হারিয়ে যাওয়া থেকে বাঁচান।

ওয়েবে ঘোরাঘুর করবার সময় বিভিন্ন তথ্যবহুল ও গবেষণামূলক যেকোন সুন্দর লেখা পছন্দ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি লিঙ্কটিকে বুকমার্ক করে রাখেন যাতে চাইলে পরে আবার সহজেই  ঐ লিঙ্কে প্রবেশ করতে পারেন। কিন্তু ধরুণ কোন কারণে বুকমার্কগুলো হারিয়ে গেল- যেমন পিসি সেটআপ দেবার কারণে বা অন্য কোন অনাকাঙ্ক্ষিত কারণে, তাহলে কোথায় পাবেন দরকারী লিঙ্কগুলো?
আসুন সহজ সমাধানে পৌঁছি। বুকমার্কগুলো একটি সুন্দর এইচটিএমএল ফাইল হিসেবে ডিভাইসেই সঞ্চয় করে রাখা যাবে। পরবর্তীতে ফাইলে প্রবেশ করে দেখে নিবেন লিঙ্কগুলো। নিয়মিত বুকমার্ক করতে থাকলে প্রক্রিয়াটি মাঝে মাঝে পুনরায় করতে পারেন।
সহজ প্রক্রিয়াটি হলো-
১, উপরে ডান পাশের Bookmarks লেখায় ক্লিক করুন। ডান পাশে কিছু না থাকলে বাম পাশের মেনু থেকে Bookmarks ট্যাব বের করে ক্লিক করুন।
২. Show All Bookmarks- এ ক্লিক করুন।
৩. Import and Backup এ ক্লি করুন
 ৪. Export Bookmarks to HTML....  এ ক্লিক করুন।

৫. একটি নতুন উইনডো খুলবে। ফাইলটি কোথায় রাখবেন সেটা দেখাবে। পছন্দের জায়গায় সঞ্চয় করুন। ব্যস!
 

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন