ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক ও টুইটারে পোস্ট শেয়ার করার কৌশল

সাধারণত আপনার যদি একটি  ব্লগ থাকে তবে অপনি কিছুদিন পরই ব্লগটির প্রচার ও প্রসার বাড়াতে ফেসবুকে পেজ খোলেন। তবে এতে করে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে ব্লগের পোস্ট শেয়ার হয়না। এ পোস্টে আমি বলব কীভাবে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে পোস্ট শেয়ার করা যাবে।
ধাপগুলোঃ
১. dlvr.it সাইটে যান
২. ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন।
 
৩. ইমেইল ইনবক্সে গিয়ে কনফার্ম করুন।
৪. আপনাকে একটি পৃষ্ঠায় আনা হবে যাতে নিচের ছবির মতো দেখা যাবে।
৫. এখানে ফিড ঠিকানা দিন। কী দেবেন বুঝতে না পারলে এই পোস্টে গিয়ে পড়ুন কীভাবে ফিডবার্নারে নিবন্ধন করতে হয় ও করে কী পাওয়া যায় (  ফিডবার্নার)
৬. ফেসবুকের (বা টুইটারের) আইকনে ক্লিক করুন ও লগইন করুন। আগত পৃষ্ঠা থেকে আপনার ফেসবুক পেজটি সিলেক্ট করুন।
৭. পেজের ডানদিকে নিচে এসে Allow করুন। বেশ কাজ হয়ে গেল।
৮. প্রয়োজনমতো কাস্টোমাইজ করুন।

 

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন