যারা জানতে চান, একটু মনোযোগ দিয়ে পড়ুন, আপনার বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড না থাকলেও চলবে।
লোহার টুকরো পানিতে ভাসেনা কিন্তু লোহার তৈরি জাহাস পানিতে ভাসে। এর রয়েছে সরল বৈজ্ঞানিক যুক্তি। তরলে নিমজ্জিত একটি বস্তু উপরের দিকে যে বল অনুভব করে তা বস্তুটি দ্বারা অপসারিত তরলে ওজনের সমান। অতএব ৬০ কেজির একটি নৌকা পানিতে ডুবতে থাকবে যতক্ষণনা এটি ৬০ কেজি পানিকে অপসারণ করবে। যদি যদি নৌকাটি ডুবে যাবার আগেই ৬০ কেজি পানিকে অপসারণ করে ফেলে তাহলে সহজেই বোঝা যায় নৌকাটি আর না ডুবে এবার ভেসে থাকবে।
এটা কীভাবে সম্ভব যে একটা নৌকা বা জাহাজ এভাবে বানানো হবে যে এটা সম ওজনের পানি অপসারণ করেও নিজের কিছু অংশ উপরে রাখবে?
এটা সম্ভব হবে জাহাজের ঘনত্বকে জাহাজ দ্বারা অপসারিত পানির ঘনত্বের চেয়ে কম করে দিলে। নীতি এটাই যে তরল ও কঠিন দুটি বস্তু লাগোয়া থাকলেও কঠিনের ঘনত্ব কম হলেও এটি তরলে ভেসে থাকবে। জাহাজের গড় ঘনত্ব এর দখলকৃত সম পরিপাণ পানির গড় ঘনত্বের চেয়ে কম করা হয় কারণ এর ভেতরে স্টিল ছাড়াও থাকে অনেক ফাঁকা স্থান।
ফলে জাহাজ শুরুতে ডুবতে শুরু করে। সম ওজনের পানিকে অপসারণ করে ফেলার পর এটি ভেসে থাকে।
লোহার টুকরো পানিতে ভাসেনা কিন্তু লোহার তৈরি জাহাস পানিতে ভাসে। এর রয়েছে সরল বৈজ্ঞানিক যুক্তি। তরলে নিমজ্জিত একটি বস্তু উপরের দিকে যে বল অনুভব করে তা বস্তুটি দ্বারা অপসারিত তরলে ওজনের সমান। অতএব ৬০ কেজির একটি নৌকা পানিতে ডুবতে থাকবে যতক্ষণনা এটি ৬০ কেজি পানিকে অপসারণ করবে। যদি যদি নৌকাটি ডুবে যাবার আগেই ৬০ কেজি পানিকে অপসারণ করে ফেলে তাহলে সহজেই বোঝা যায় নৌকাটি আর না ডুবে এবার ভেসে থাকবে।
এটা কীভাবে সম্ভব যে একটা নৌকা বা জাহাজ এভাবে বানানো হবে যে এটা সম ওজনের পানি অপসারণ করেও নিজের কিছু অংশ উপরে রাখবে?
এটা সম্ভব হবে জাহাজের ঘনত্বকে জাহাজ দ্বারা অপসারিত পানির ঘনত্বের চেয়ে কম করে দিলে। নীতি এটাই যে তরল ও কঠিন দুটি বস্তু লাগোয়া থাকলেও কঠিনের ঘনত্ব কম হলেও এটি তরলে ভেসে থাকবে। জাহাজের গড় ঘনত্ব এর দখলকৃত সম পরিপাণ পানির গড় ঘনত্বের চেয়ে কম করা হয় কারণ এর ভেতরে স্টিল ছাড়াও থাকে অনেক ফাঁকা স্থান।
ফলে জাহাজ শুরুতে ডুবতে শুরু করে। সম ওজনের পানিকে অপসারণ করে ফেলার পর এটি ভেসে থাকে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন