ভিজিট করুন নতুন ও স্হায়ী ব্লগ www.alomoy.com, it.alomoy.com

ব্লগার ব্লগে কোন একটি লেবেলের মধ্যে ধারাবাহিকভাবে সীমিত সংখ্যক পোস্ট দেখাবার কৌশল

ব্লগার ব্লগে যদি কোন একটি লেবেলে খুব বেশি পোস্ট থাকে আর আপনার ভিজিটর যদি সেই লেবেলে ক্লিক করেন তবে স্বাভাবিক অবস্থায় আপনার ঐ লেবেলের সবগুলো পোস্ট তালিকায় চলে আসবে। এতে করে লোডিং এ দেরী সহ আরো অনেক সমস্যা হবে। এটা সহজেই সমাধানযোগ্য। ধরুন আপনি ১০ টি করে ধারাববাহিকভাবে পোস্ট দেখাবেন।
তাহলে চলুন দেখি ব্লগার ব্লগে কোন একটি লেবেলের মধ্যে ধারাবাহিকভাবে সীমিত সংখ্যক পোস্ট দেখাবেন কীভাবে

এজন্য যা করবেন-
১. লগইন করুন
২. ড্যাশবোর্ডে গিয়ে টেমেপ্লেটে ক্লিক করুন।
৩. HTML সম্পাদনা>এগিয়ে যান

৪. উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন এ ক্লিক করুন
৫. Ctrl + F চেপে  expr:href='data:label.url  লিখে সার্চ দিন ও খুঁজে বের করুন।
৬. এটাকে expr:href='data:label.url + "?max-results=10"'  কোড দ্বারা প্রতিস্হাপন করুন।
ব্যাস!!!!!
চাইলে 10 এর জায়গায় যেকোন সংখ্যা বসাতে পারেন আপনি যতগুলো করে পোস্ট দেখাকে চান।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন